ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প
২২ অগ্রহায়ণ ১৪২৬
০৬ ডিসেম্বর ২০১৯
- মোট ফাইবার পুলিং (কিঃ মিঃ) ১৯২৪০
- নেটওয়ার্কে সংযুক্ত উপজেলার সংখ্যা ৩৮২
- নেটওয়ার্কে সংযুক্ত ইউনিয়নের সংখ্যা ২২৮৬
- ওয়াই ফাই সংযোজন ২১৫৩
- গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ ২৪৬১
WSIS Prize 2019 Champion
- ভেন্যু
- সুইজারল্যান্ডের জেনেভা
- অনুষ্ঠিত তারিখ
- ০৮-১২ এপ্রিল ২০১৯
- প্রোগ্রাম নাম
- World Summit On Information Society (WSIS) Forum
- বাস্তবায়নকারী প্রতিষ্ঠান
- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
- যে ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত
- Information and Communication Infrastructure
- পুরস্কার গ্রহণকারী
- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক, এমপি এবং সচিব জনাব এন এম জিয়াউল আলম।
ASOCIO 2018 Digital Government Award
- ভেন্যু
- জাপানের টোকিওতে
- অনুষ্ঠিত তারিখ
- ৬-৯ নভেম্বর ২০১৮
- প্রোগ্রাম নাম
- Asian-Oceanian Computing Industry Organization
- বাস্তবায়নকারী প্রতিষ্ঠান
- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
- যে ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত
- Digital Government Award.
- পুরস্কার গ্রহণকারী
- জনাব পার্থ প্রতিম দেব, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, জনাব মোঃ রাশেদুল ইসলাম, অতিরিক্ত সচিব, আইসিটি বিভাগ এবং জনাব বিকর্ণ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব), ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প
ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প কর্তৃক প্রাপ্ত আন্তর্জাতিক পুরষ্কারসমূহ
E-Asia 2017 Award
- ভেন্যু
- তাইওয়ান তাইপে
- অনুষ্ঠিত তারিখ
- ২ সেপ্টেম্বর ২০১৭
- প্রোগ্রাম নাম
- Asia Pacific Council for Trade Faciliation and Eletronic Business Summit 2017 (AFACT 2017)
- বাস্তবায়নকারী প্রতিষ্ঠান
- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
- যে ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত
- Creating Inclusive Digital Opportunities.
- পুরস্কার গ্রহণকারী
- ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব বিকর্ণ কুমার ঘোষ এবং ফাইবার এট হোমের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মইনুল হক সিদ্দিকী
